Header Ads

Header ADS

লিওনার্ড কোহেনের হোয়াট হ্যাপেন্স টু দ্যা হার্ট বাংলায়

Leonard Cohen - Happens to the Heart (বাংলা অনুবাদ)

আমি সবকিছু নিয়ম মেনে করতাম
কিন্তু এটাকে কখনই বিশেষ কিছু মনে করি নি
আমি সবকিছু গুছিয়ে রাখতাম
যীশুর সাথে দেখা করতাম, মার্ক্স পড়তাম
এটা আমার ক্ষুদ্র ক্রোধকে পরাজিত করেছে
কিন্তু ঝলসে দিয়েছে মৃত্যুর স্ফুলিঙ্গ
যাও, গিয়ে বলো তরুণ মেসায়াহকে
কি হাল হয়েছে হৃদয়ের
গ্রীষ্মের চুম্বনমাখা একটা কুয়াশাক্ষন্ন দিনে
আমি চেষ্টা করেছিলাম তাকে জয় করতে
কিন্তু প্রতিপক্ষ ছিল ভীষন শক্ত
নারীরা ছিল তদারকির দায়িত্বে
চেষ্টাটা ছিল অহেতুক, কেবল একটা ব্যবসা
কিন্তু নোংরা একটা ছাপ রেখে গিয়েছে
তাই এখানে আবার দেখতে এসেছি আমি
কি অবস্থায় আছে হৃদয়
আমি পবিত্র পাথর বিক্রি করতাম
পড়তাম পরিচ্ছন্ন পরিপাটি পোশাক
একজন নারী ছিল আমার রান্নাঘরে
উঠোনে বাধা ছিল ক্ষীপ্র চিতাবাঘ
এই প্রতিভাবানদের কারাগারে
প্রহরীদের সাথে আমার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ
আর তাই আমার খেয়ালই করা হয়ে ওঠেনি
কি দশা হয়েছে হৃদয়ের
আমার বোঝা উচিত ছিল কি হতে যাচ্ছে
কারণ চিত্রটা আমি আগেই জানতাম
কেবল তার দিকে তাকানোই ছিল যথেষ্ট যন্ত্রনাময়
প্রচন্ড যন্ত্রনাময়, একদম শুরু থেকেই
হ্যাঁ আমরা চমৎকার দম্পতির অভিনয় করেছি
কিন্তু এই অংশটা কোনোদিনই ভাল লাগেনি আমার
সম্পর্কটা সুন্দর ছিল না, না ছিল কোনো গভীরতা
আর এখন দেখো কি দশা হয়েছে হৃদয়ের!
দেবদূত হাতে নিয়েছে বেহালা
শয়তান ধরেছে বীণা
প্রতিটা প্রাণ মাছের পোনার মতো
প্রত্যেকটা মন ক্ষুদার্ত হাঙর
আমি সবগুলো জানালা ভেঙে ফেলেছি
তবু ঘরটা, ঘরটা আঁধারে মোড়া
আমি ভাবি, খুব অল্প
আসলে কি হয়েছে হৃদয়ের
তারপর আমি এক ভিক্ষুর সাথে ধ্যান করেছিলাম
সে ছিল কুৎসিত, মুখভর্তি অনেক নারীর আঁচড়ের ক্ষতচিহ্ন
যাদের সে অবহেলা করেছে বারবার
এখানে কোনো উপকথা ছিল না, না ছিল কোনো অনুশীলন
না কোনো গানের পাখি
কেবল একটা কুৎসিত ভিক্ষু অনুমান করছিল
আসলে কি হয়েছে হৃদয়ের
আমি সবকিছু নিয়ম মেনে করতাম
কিন্তু এটাকে কখনই বিশেষ কিছু মনে করি নি
এটা কেবলি একটা প্রচলিত রীতির মতো ছিল
যেমন গাড়িটা সবসময় ঘোড়ার পিছনেই থাকে
আমার কোনো অসুবিধে হয়নি বন্যার পক্ষ নিয়ে জাহাজের বিপরীতে বাজি ধরতে
দেখো, আমি তো জানিই শেষটায়
কি হবে হৃদয়ের
আমার হাতের নাগালে একটা বন্দুক ছিল
বাবার থ্রীনটথ্রী
আমি বিশেষ কিছু একটার জন্য লড়াই করেছিলাম
মতবিরোধের আধিকারের জন্য নয়....

বিঃদ্রঃ এই চমৎকার কবিতাটি আমার খুবই ভাল লেগেছে, তাই অনুবাদ করার চেষ্টা করেছি। কেমন লাগলো জানাবেন।

কোন মন্তব্য নেই

Terraxplorer থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.