আমি দিপু। বাবা মায়ের দেয়া নাম আনিসুর রশিদ। তবে দিপু নামেই পরিচিত হতে বেশী ভালবাসি। আমার মূল কাজ নিজেকে খুঁজে বেড়ানো। বর্তমানে একটা বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছি সেই সাথে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। অবসরে বই পড়ি, মুভি দেখি, আড্ডা দেই আর শহরের অলিগলিতে ঘুরে বেড়াই। লেখালিখি করি অনেকদিন। আগে ফেইসবুকে লিখতাম, সামহোয়্যারইন ব্লগে লিখতাম। বর্তমানে কোরাতে লিখি। এখন পর্যন্ত নিজেকে নিয়ে বলার মতো তেমন কোনো গল্প নেই। একদিন হয়তো হবে, সেদিন এই পেইজে জায়গা কুলোবে না। কি বলেন? আমার ভূবনে স্বাগতন।