মুভির নামঃ সন্ধ্যা নামার আগে
খ্যাতিমান কবি ও সাহিত্যিক সুবিনয় বিয়ে করেন তৎকালিন মিস কলকাতা এলিনাকে। তাদের বিয়ের প্রধান শর্ত ছিল কেউ কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। এভাবেই চলছিল তাদের জীবন। একসময় তাদের ঘর আলো করে আসে ছোট্ট রুশো। আর দিনে দিনে এই দম্পতি একে অপরের প্রতি ভাবলেশহীন হয়ে পরে। সবিনয় তার সাহিত্যে ডুবে জান আর এলিনা তার গ্ল্যামার ওয়ার্ল্ডে।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZDuGa_jR4cgcbQ36H1HBhK33Fspb_pMtoCupe9Av_2f_vUVQSihJrpWlYSzBcH_HUIZqc6t7NEAoJOzAcwm8tV_0eewfRhP7BilMHXLo0JychBUyIQcu-jPit6cNHI7_gwnqnNQ1FHaQ/s400/ardipu100-1526143046-40dd485_xlarge.jpg)
১৯৯৬ সালের এক সন্ধ্যা নামার আগ মুহুর্তে খুন হন এলিনা। পুলিশ ইনভেস্টিগেশনের পর দোষী সাব্যস্ত হয় সুবিনয়। ফলাফল মৃত্যুদন্ড। মৃতুদন্ডের আগে সুবিনয় একটা চিঠি লিখে যান তার মেয়েকে যাতে তিনি বলেন, তিনি খুন করেন নি! আর মজার ব্যাপার হচ্ছে আদালতে সুবিনয় একবারের জন্যেও নিজেকে বাঁচানোর চেষ্টা করেন নি।
২০ বছর পর ওই চিঠির ভিত্তিতে সুবিনয়ের মেয়ে রুশো আবার কেসটা রিওপেন করেন। ইনভেস্টিগেশনের দায়িত্বদেন এক্স পুলিশ প্রত্যুশকে। একে একে বের হতে থাকে অসংখ্য অজানা কথা।
যেদিন এলিনা খুন হয় সেদিন বাংলোতে ছিল মোট সাতজন। এলিনা, সুবিনয়, রুশোর গভর্নেস মিশেল, সুবিনয়ের বড় ভাই শোভন, এলিনার সৎ বোন ইশিকা এবং এলিনার ফটোগ্রাফার প্রোমোদ সেন। এদের মধ্যে আর কারো কি খুনের মোটিভ ছিল? আচ্ছা সুবিনয় একবারও নিজেকে বাঁচাতে চাইলো না কেন? তবে কি সেই খুন করেছে? চলতে থাকে ইনভেস্টিগেশন আর বের হতে থাকে অনেক অনেক অজানা কথা।
অসাধারণ একটি ক্রাইম থ্রিলার সন্ধ্যে নামার আগে যা পরিচালনা করেছেন Rhitobrata Bhattacharya. ছবিটি রিলিজ পায় ২০১৪ সালে। মুভিতে অভিনয় করেছেন Rituparna Sengupta, Rahul Bose, Nusrat Jahan, Biswajit Chatterjee, Palash Sen, June, Arijit Dutta এবং আরো অনেকে। Rahul Bose সবসময়ের মতই ছিলেন অসাধারণ। যেহেতু ২০১৪ সালের মুভি তাই অনেকেই হয়তো দেখে ফেলেছেন। যারা এখনো দেখেনি, তারা দেখে ফেলতে পারেন। একদম শেষমুহুর্ত পর্যন্ত সাস্পেন্স!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZDuGa_jR4cgcbQ36H1HBhK33Fspb_pMtoCupe9Av_2f_vUVQSihJrpWlYSzBcH_HUIZqc6t7NEAoJOzAcwm8tV_0eewfRhP7BilMHXLo0JychBUyIQcu-jPit6cNHI7_gwnqnNQ1FHaQ/s400/ardipu100-1526143046-40dd485_xlarge.jpg)
১৯৯৬ সালের এক সন্ধ্যা নামার আগ মুহুর্তে খুন হন এলিনা। পুলিশ ইনভেস্টিগেশনের পর দোষী সাব্যস্ত হয় সুবিনয়। ফলাফল মৃত্যুদন্ড। মৃতুদন্ডের আগে সুবিনয় একটা চিঠি লিখে যান তার মেয়েকে যাতে তিনি বলেন, তিনি খুন করেন নি! আর মজার ব্যাপার হচ্ছে আদালতে সুবিনয় একবারের জন্যেও নিজেকে বাঁচানোর চেষ্টা করেন নি।
২০ বছর পর ওই চিঠির ভিত্তিতে সুবিনয়ের মেয়ে রুশো আবার কেসটা রিওপেন করেন। ইনভেস্টিগেশনের দায়িত্বদেন এক্স পুলিশ প্রত্যুশকে। একে একে বের হতে থাকে অসংখ্য অজানা কথা।
যেদিন এলিনা খুন হয় সেদিন বাংলোতে ছিল মোট সাতজন। এলিনা, সুবিনয়, রুশোর গভর্নেস মিশেল, সুবিনয়ের বড় ভাই শোভন, এলিনার সৎ বোন ইশিকা এবং এলিনার ফটোগ্রাফার প্রোমোদ সেন। এদের মধ্যে আর কারো কি খুনের মোটিভ ছিল? আচ্ছা সুবিনয় একবারও নিজেকে বাঁচাতে চাইলো না কেন? তবে কি সেই খুন করেছে? চলতে থাকে ইনভেস্টিগেশন আর বের হতে থাকে অনেক অনেক অজানা কথা।
অসাধারণ একটি ক্রাইম থ্রিলার সন্ধ্যে নামার আগে যা পরিচালনা করেছেন Rhitobrata Bhattacharya. ছবিটি রিলিজ পায় ২০১৪ সালে। মুভিতে অভিনয় করেছেন Rituparna Sengupta, Rahul Bose, Nusrat Jahan, Biswajit Chatterjee, Palash Sen, June, Arijit Dutta এবং আরো অনেকে। Rahul Bose সবসময়ের মতই ছিলেন অসাধারণ। যেহেতু ২০১৪ সালের মুভি তাই অনেকেই হয়তো দেখে ফেলেছেন। যারা এখনো দেখেনি, তারা দেখে ফেলতে পারেন। একদম শেষমুহুর্ত পর্যন্ত সাস্পেন্স!
কোন মন্তব্য নেই