হাহাকার
যেন কিছু নেই
যেন কেউ নেই
অসীম শুন্যতা মাঝে
আমি তুমি আর দীর্ঘশ্বাস।
যেন কিছু নেই
যেন কেউ নেই
তালহীন ছুটে চলায়
উপচে পড়া ক্লান্ত হাহাকার।
যেন কিছু নেই
যেন কেউ নেই
মাঝখানে চীনের প্রাচীর
অন্তহীন ব্যর্থ প্রতিক্ষায় অপ্রাপ্তি।
যেন কিছু নেই
যেন কেউ নেই
একটা অসমাপ্ত রাত
ছেঁড়া কাগজে অসমাপ্ত ভালবাসা।
যেন কিছু নেই
যেন কেউ নেই
হেথায় সেথায় কোনখানে
একটা লাশের মৃত্যুর আকাঙ্ক্ষা।
যেন কেউ নেই
অসীম শুন্যতা মাঝে
আমি তুমি আর দীর্ঘশ্বাস।
যেন কিছু নেই
যেন কেউ নেই
তালহীন ছুটে চলায়
উপচে পড়া ক্লান্ত হাহাকার।
যেন কিছু নেই
যেন কেউ নেই
মাঝখানে চীনের প্রাচীর
অন্তহীন ব্যর্থ প্রতিক্ষায় অপ্রাপ্তি।
যেন কিছু নেই
যেন কেউ নেই
একটা অসমাপ্ত রাত
ছেঁড়া কাগজে অসমাপ্ত ভালবাসা।
যেন কিছু নেই
যেন কেউ নেই
হেথায় সেথায় কোনখানে
একটা লাশের মৃত্যুর আকাঙ্ক্ষা।
কোন মন্তব্য নেই